print this page

কেমন হয় যদি আপনার অ্যান্ড্রোয়েড ফোনটি হঠাৎ বলে উঠে বস ব্যাটারি লো প্লিজ চার্জে লাগান সেইরাম একটি কথা বলা এপস ।


আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন?? আশা করি ভালো আছেন.. আর ভালো না থাকলেও আপনার মনকে ভালো করে দিতে আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর একটি এপস ।

যে এপসটি দিব তার নাম কথা বলা ব্যাটারি (Talking battery)

এটি আমার অনেক পছন্দের অ্যাপস । নাম কথা বলা ব্যাটারি হলেও, আসলে ব্যাটারি কি কথা বলে ? না । ব্যাটারি কথা বলবে না, তবে নিম্নোক্ত সময়গুলোতে বলবে...

*  ব্যাটারির চার্জ ফুল হলে,
*  ব্যাটারির চার্জ শেষ হলে 
*  ৫০% এবং ৩০% চার্জ থাকা অবস্থায় 
*  চার্জার এবং ইউএসবি কানেক্ট করলে
* অ্যাপসটিতে পাওয়ার সেভিং এর ফিচারটিও আছে ।

ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন...
ডাউনলোড করার জন্য  ছবিতে ক্লিক করুন 
ভালো থাকবেন সুস্থ থাকবেন,, এই কামনায় আজকের মত বিদায় নিচ্ছি । (আল্লাহ হাফেজ)

1 comments

এক সাথে দেখে নিন সকল অপারেটরের আনলিমিটেড ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এর পেকেজ গুলো ।


আসসালামুআলাইকুম... কেমন আছেন সবাই? আশা করি
ভালো আছেন । আমিও আল্লাহর রহমতে ভালো আছি ।

যাই হোক, সরাসরি মূল পোষ্টে চলে যাচ্ছি । আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কয়েকটি অপারেটরের বড় বড় অফার গুলো । তো চলুন আর দেরী না করে দেখে নিই যে কি কি অফার রয়েছে । এক সাথে দেখে নিন সকল অপারেটরের
আনলিমিটেড ফেসবুক, হোয়াটস’অ্যাপ এর পেকেজ গুলো ।

গ্রামীণফোন

→ গ্রামীণফোন দিচ্ছে ১ টাকার ডেইলি সোশ্যাল প্যাক, যাতে পাচ্ছেন দিনরাত ২৪ ঘন্টা আনলিমিটেড ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ আরো অনেক কিছু। অফারটি পেতে ডায়াল করুন *500*301#
→ ৪ জিবি ফ্রি ফেসবুক পেতে ডায়েল করুন *৫০১০#
মেয়াদ ৩০ দিন ব্যলেন্স চেক :- *৫৬৬*১#

বাংলালিংক

মাত্র ১ টাকায় সারাদিন আনলিমিটেড ফেসবুক, হোয়াটস’অ্যাপ এবং টুইটার! ডায়াল *5000*514#
→ ৪ জিবি ফ্রি ফেসবুক পেতে ডায়েল
করুন *222*1*44# ব্যলেন্স চেক :- *১২৪*২৬#

রবি
মাত্র ৪ টাকায় সারাদিন আনলিমিটেড ফেসবুক ডায়াল *8444*04#
মাত্র ৪ টাকায় সারাদিন আনলিমিটেড হোয়াটস’অ্যাপ ডায়াল *8444*06#
→ ১ জিবি ফ্রি ফেসবুক পেতে ডায়েল
করুন *৮৪৪৪*০০#
→ আনলিমিটেড ফ্রি ফেসবুক! Internet.Org এর মাধ্যমে
আপনি আনলিমিটেড ফ্রি ফেসবুক ব্যবহার করতে পারবেন এ জন্য আপনাকে play store থেকে Internet.Org এপ্সটি ডাউনলোট করতে হবে বা সরাসরি Internet.Org সাইটে প্রবেশ কে active করতে পারেন।

এয়ারটেল

→মাএ ৫ টাকায় ২ দিনের ৫০ mb ফেসবুক ডায়াল *121*90#
→মাএ ৩৫ টাকায় ৭ দিনের ১০০ mb ফেসবুক ডায়াল *121*126#
→মাএ ১০ টাকায় ৩ দিনের ১২০ mb ফেসবুক ডায়াল *121*91#

কোনো সমস্যা হলে কমেন্টে বলবেন এবং অফার গুলো কেমন লেগেছে তা জানাতেও ভুলবেন না । ভাল থাকবেন , সুস্থ
থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করি ।
 ফেসবুক গ্রুপে জয়েন করুন এখনই

ফেসবুকে আমাদের পোষ্ট পেতে এখানে ক্লিক করুন
0 comments

দ্রুত মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি!! জেনে নিন কাজে লাগতে পারে!!!


বর্তমান যুগ মোবাইলের যুগ । এ যুগে মোবাইল ছাড়া এক মুহুর্ত ভাবা যায় না।

মোবাইল ফোনে এখন রয়েছে দুনিয়ার সবকিছু। কিন্তু সবকিছুর মধ্যেও কথা বলার ক্ষেত্রে আমাদের কাছে এটার প্রধাণ্য বেশী। অথচ দেখা যায় জরুরী কথার সময়ে মোবাইলে চার্জ নেই। ওই সময় অল্প একটু চার্জ হলেও হয়তো কাজ চলবে কিন্তু তা না হলে দেরি হয়ে যাবে।

মোবাইলে চার্জ দেওয়ার বিষয়টি অতি জরুরি কিন্তু অতিরিক্ত সময় লাগবে বলে দিতে পারছেন না। আপনি শুনলে অবাক হবেন সম্প্রতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেটের বিশেষজ্ঞরা দ্রুত মোবাইল চার্জ দেওয়ার পদ্ধতি সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে, সংক্ষিত সময়ে মোবাইলে দ্রুত চার্জ দেয়ার জন্য চার্জারের সঙ্গে আপনার মোবাইল ফোনটিকে যুক্ত করার আগে কোনো অ্যাপস চালু থাকলে তা দ্রুত বন্ধ করে দিন। এবার আপনার মোবাইল ফোনটিকে এয়ার প্লেন মোডে নিয়ে যান। এতে আপনার মোবাইলের সব ওয়্যারলেস রেডিও বন্ধ হয়ে যাবে, যাতে মোবাইল ফোনে কল করা, ওয়েব ব্রাউজ করা বা জিপিএস ব্যবহার করার সুবিধা বন্ধ হয়ে যাবে। এতে বিশেষ যে সুবিধা হবে তা হচ্ছে আপনার মোবাইল ফোনটি স্বাভাবিকের তুলনায় দ্রুত চার্জ হবে। এসময় ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের ব্যাটারি থেকে চার্জ শেষ করার মতো কাজ বন্ধ থাকবে। ফোনের পাওয়ার বন্ধ করে দিয়ে চার্জ দিলেও একই রকম সুবিধা পেতে পারেন, তবে যাঁরা ঘড়ি বা অ্যালার্মনির্ভর, তাঁদের জন্য ফোনের পাওয়ার পুরো বন্ধ করে দেওয়া অবশ্য সঠিক সমাধান নয়। এই পদ্ধতিতে চার্জ দেওয়া হলে স্বাভাবিক পদ্ধতির চেয়ে খুব বেশি পার্থক্য হয় না। তবে তড়িঘড়ির সময়ে প্রতিটি মুহূর্ত মূল্যবান।

একটি বিষয় মনে রাখতে হবে চার্জ হওয়ার সময় নির্ভর করে ব্যাটারির আকার ও চার্জারের ক্ষমতার ওপর। দ্রুত চার্জ দেওয়ার ক্ষেত্রে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে তা হচ্ছে কতখানি চার্জ হচ্ছে তা বারবার না দেখা। ব্যাকলিট ও ডিসপ্লে যথেষ্ট পরিমাণ চার্জ খায়। তড়িঘড়ির সময় কতখানি চার্জ হচ্ছে তা দেখতে গেলে ডিসপ্লেতে চার্জ নষ্ট হবে। তার চেয়ে বরং কিছুক্ষণ ধৈর্য ধরুন এবং ফোনটিকে চার্জ হতে দিন এবং যখন স্থান ত্যাগ করবেন তার আগে ফোনটি চার্জার থেকে খুলে নিন।
0 comments

ফেসবুকে নীল রঙ্গের লিখা দিয়ে কমেন্ট করুন আর চমকে দিন বন্ধুদের



আসসালামুআলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমরা অনেক সময় দেখি অনেকেই ফেসবুকে নীল কালার দিয়ে comment করে। কিন্তু আমরা অনেকেই পারিনা। যারা জানেননা শুধু তাদের জন্য আমার আজকের এই পোষ্ট । ফেসবুকে ঢুকে যেকোন comment box নিচের কোডটি লিখুন--
@@[1:[0:1:Your Text]]
Your Text এর জায়গায় যা ইচ্ছা তাই লিখুন। তারপর Comment click করুন। আর দেখুন মজা।
আরও মজার মজার টিপস পেতে সাথেই থাকুন ।
join Now
ফেসবুকে আমাদের পোষ্ট পেতে লাইক দিয়ে আপডেট থাকুন
 
0 comments

[Mega Post] গুগল সার্চের সাধারন কিছু টিপস। সকলের জানা অবশ্যই জরুরী।


আমরা আমাদের বিভিন্ন দরকারে বিভিন্ন সময় গুগল মামার শরণাপন্ন হই।

Google.com হচ্ছে জনপ্রিয় অন্যতম একটি সার্চ ইঞ্জিন।

আমরা গুগল সার্চ করার নিয়ম জানিনা বিধায় গুগলিং করা আমাদের কাছে খুব কষ্টকর এবং বিরক্তিকর বলে মনে হয়।

তাই আমি এই পোস্টে একদম দরকারী কিছু সাধারন গুগল সার্চ টিপস তুলে ধরলাম, যাতে সামনে থেকে আমাদের আর যেন গুগলিং করতে বিরক্ত না লাগে।

আমরা সাধারণ পাবলিকরা গুগলে সাধারণত mp3, 3gp, mp4, mkv, mpv, avi, pdf, jar, jad, sis, sisx, apk ইত্যাদি সার্চ করে থাকি।

সঠিকভাবে গুগলে সার্চ করতে না জানলে আপনার কাংখিত ফাইল খুঁজে পেতে আপনার অনেক দেরি হয়ে যেতে পারে, কিংবা পাবেনও না।

তাই এখন থেকে সহজে এবং অতি স্বল্প সময়ে আপনার কাংখিত ফাইল গুগল থেকে খুঁজে নিন।

ধরুন, আপনি গুগলে Minar Rohoman এর 'আহারে' গানটা খুঁজবেন। তাহলে আপনাকে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে এভাবে Ahare by Minar : mp3

তাহলে খুব সহজে আপনি ফাইলটি পেয়ে যাবেন। এবং ডাউনলোড করে ফেলতে পারবেন।

এভাবে যে কোনো ফাইল খুঁজে পেতে ফাইলের নাম লিখে কোলন দিয়ে ফাইলের ফরম্যাট অবশ্যই লিখবেন। তাহলে আপনার আর সময় লস হবে না। আর আপনি বিরক্তও হবেন না।

অনুরুপভাবে এপস ডাউনলোডের সময়ও আপনি এভাবে ট্রাই করতে পারেন।

তখন এপসের নামের সাথে এপসের ভার্সনসহ লিখে সার্চ দিবেন। তাহলে আপনার ফোন উপযোগী এপস আপনি খুব সহজে পেয়ে যাবেন।

যেমন জাভা ইউজাররা Uc browser 9.5 : jar সিম্বিয়ান ইউজাররা Opera mini 7.1 : sis এবং এন্ড্রয়েড ইউজাররা Opera mini 7.5 : apk এভাবে লিখে সার্চ করবেন।

খবরদার কখনো মেয়েদের মত এভাবে সার্চ করবেন না,
Please, amake ekta uc browser den

তাহলে সারাদিন খুঁজেও আপনার কাংখিত ফাইল পাবেন কিনা সন্দেহ আছে। :) :)
0 comments

Computer কেন এবং কিভাবে Hang হয় জেনে নিন

→ কম্পিউটারের প্রসেসরের মান
বা কাজের তুলনায় স্পীড কম হলে ।

→ কম্পিউটার Ram এর তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার Ram এর পরিমাণ কম
কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।

→ কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে

→ যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা চেক করেন এটা স্পীডে ঘুরছে কিনা।

→ hard disk এ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।

→ কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত Hang হতে পারে। এই কারণেই কম্পিউটারে বেশী Hang হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার হ্যাং হয়।
কম্পিউটারে উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন।

→ হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন Ram সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভনা থকে।

→ কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে
তার জন্য hang হওয়ার সম্ভনা থকে। refresh চাপেন এবং RUN এ গিয়ে tree চাপেন।

ধন্যবাদ । বুঝতে কোন সমস্যা থাকলে বা কোন কিছু জানতে চাইলে এখানে কমেন্ট করুন অথবা ফেইসবুকে আমাকে নক করুন। যথা সম্ভব হেল্প করব ইনশাআল্লাহ
ফেসবুকে আমি-----আল্লাহর বান্দা



0 comments

জিপি ইউজাররা মাত্র ৫৭ টাকা ৫০ পয়সায় নিয়ে নিন ১mbps স্পিডে নাইট টাইম আনলিমিটেড ইন্টারনেট । ১ মাসের জন্য ।

 আসসালামুআলাইকুম কেমন আছেন আপনারা। আমি ভালো আছি। আশাকরি আপনারাও ভালো আছেন। মূলত একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তাই যারা জানেন না তাদের জানাতেই এই পোষ্ট। বিষয়টা হলঃ
এখন জিপি উইজাররা পাবেন মাত্র ৫৭ টাকা ৫০ পয়সায় 1mbps স্পিডে নাইট টাইম আনলিমিটেড ইন্টারনেট। ১ মাসের জন্য।
কারা পাবেন এই অফারঃ
জিপি বন্ধু প্যাকেজের গ্রাহকরা এই অফার পাবেন। আপনার সিমটা বন্ধু প্যাকেজে মাইগ্রেট করতে 4444 ডায়াল করুন ও পরবর্তী নির্দেশ অনুসরন করুন।
কিভাবে পাবেন এই অফারঃ
অফারটি পেতে আপনার বন্ধু প্যাকেজের সিম হতে ডায়াল করুন *500*3#। ডায়াল করার আগে আপনার ফোনে ৫৮ টাকা লোড দিয়ে রাখুন। আপনি চাইলে আগে *500*3# ডায়াল করে শিয়র হতে পারেন যে আপনি অফারটি পাবেন কি না। সেক্ষেত্রে আপনি অফারটি পাবার যোগ্য হলে *500*3# ডায়াল করলে নিচের মত মেসেজ পাবেন।

Your Heavy Night Browsing 3G 1Mbps request can not be activated due to insufficient balance. Please keep TK 57.5 and try again.

ব্যবহার নির্দেশনাঃ
এই প্যাকেজটি রাত ১২টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
২ জিবি ব্যবহারের পর ফেয়ার ইউজ পলিসি (হারামি পলিসি) প্রযোয্য হবে।
আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে।


0 comments
 
Copyright © 2015. রাসেলের টেক ডায়েরী - All Rights Reserved
Template Created by MD RASEL