Computer কেন এবং কিভাবে Hang হয় জেনে নিন

→ কম্পিউটারের প্রসেসরের মান
বা কাজের তুলনায় স্পীড কম হলে ।

→ কম্পিউটার Ram এর তুলনায় বেশী পরিমাণ কাজ করলে।আপনার কম্পিউটার Ram এর পরিমাণ কম
কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে তো হবেই।

→ কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন এবং প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে, বার বার একই সমস্যা হতে পারে

→ যদি বার বার হ্যাং হয় তাহলে Cooling Fan টা চেক করেন এটা স্পীডে ঘুরছে কিনা।

→ hard disk এ Bad sector থাকলে বা অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলে।

→ কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলে সাধারণত Hang হতে পারে। এই কারণেই কম্পিউটারে বেশী Hang হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার হ্যাং হয়।
কম্পিউটারে উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করুন।

→ হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালে তখন Ram সম্পূর্ণ লোড হয়ে যায় এবং hang হওয়ার সম্ভনা থকে।

→ কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে
তার জন্য hang হওয়ার সম্ভনা থকে। refresh চাপেন এবং RUN এ গিয়ে tree চাপেন।

ধন্যবাদ । বুঝতে কোন সমস্যা থাকলে বা কোন কিছু জানতে চাইলে এখানে কমেন্ট করুন অথবা ফেইসবুকে আমাকে নক করুন। যথা সম্ভব হেল্প করব ইনশাআল্লাহ
ফেসবুকে আমি-----আল্লাহর বান্দা



Share this article :

Post a Comment

 
Copyright © 2015. রাসেলের টেক ডায়েরী - All Rights Reserved
Template Created by MD RASEL