[Mega Post] গুগল সার্চের সাধারন কিছু টিপস। সকলের জানা অবশ্যই জরুরী।


আমরা আমাদের বিভিন্ন দরকারে বিভিন্ন সময় গুগল মামার শরণাপন্ন হই।

Google.com হচ্ছে জনপ্রিয় অন্যতম একটি সার্চ ইঞ্জিন।

আমরা গুগল সার্চ করার নিয়ম জানিনা বিধায় গুগলিং করা আমাদের কাছে খুব কষ্টকর এবং বিরক্তিকর বলে মনে হয়।

তাই আমি এই পোস্টে একদম দরকারী কিছু সাধারন গুগল সার্চ টিপস তুলে ধরলাম, যাতে সামনে থেকে আমাদের আর যেন গুগলিং করতে বিরক্ত না লাগে।

আমরা সাধারণ পাবলিকরা গুগলে সাধারণত mp3, 3gp, mp4, mkv, mpv, avi, pdf, jar, jad, sis, sisx, apk ইত্যাদি সার্চ করে থাকি।

সঠিকভাবে গুগলে সার্চ করতে না জানলে আপনার কাংখিত ফাইল খুঁজে পেতে আপনার অনেক দেরি হয়ে যেতে পারে, কিংবা পাবেনও না।

তাই এখন থেকে সহজে এবং অতি স্বল্প সময়ে আপনার কাংখিত ফাইল গুগল থেকে খুঁজে নিন।

ধরুন, আপনি গুগলে Minar Rohoman এর 'আহারে' গানটা খুঁজবেন। তাহলে আপনাকে গুগলের সার্চ বক্সে গিয়ে লিখতে হবে এভাবে Ahare by Minar : mp3

তাহলে খুব সহজে আপনি ফাইলটি পেয়ে যাবেন। এবং ডাউনলোড করে ফেলতে পারবেন।

এভাবে যে কোনো ফাইল খুঁজে পেতে ফাইলের নাম লিখে কোলন দিয়ে ফাইলের ফরম্যাট অবশ্যই লিখবেন। তাহলে আপনার আর সময় লস হবে না। আর আপনি বিরক্তও হবেন না।

অনুরুপভাবে এপস ডাউনলোডের সময়ও আপনি এভাবে ট্রাই করতে পারেন।

তখন এপসের নামের সাথে এপসের ভার্সনসহ লিখে সার্চ দিবেন। তাহলে আপনার ফোন উপযোগী এপস আপনি খুব সহজে পেয়ে যাবেন।

যেমন জাভা ইউজাররা Uc browser 9.5 : jar সিম্বিয়ান ইউজাররা Opera mini 7.1 : sis এবং এন্ড্রয়েড ইউজাররা Opera mini 7.5 : apk এভাবে লিখে সার্চ করবেন।

খবরদার কখনো মেয়েদের মত এভাবে সার্চ করবেন না,
Please, amake ekta uc browser den

তাহলে সারাদিন খুঁজেও আপনার কাংখিত ফাইল পাবেন কিনা সন্দেহ আছে। :) :)
Share this article :

Post a Comment

 
Copyright © 2015. রাসেলের টেক ডায়েরী - All Rights Reserved
Template Created by MD RASEL